Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০২৪

আরএমপি'র ডিবি'র অভিযানে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার; গ্রেপ্তার ৩


প্রকাশন তারিখ : 2024-11-28

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ফেন্সিডিলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: ফারুক হোসেন (৩৮), মো: পলাশ হোসেন (৩৫) ও মো: মিলন হোসেন (৫৩)। ফারুক রাজশাহী মহানগরীর দামকুড়া থানার দেসলাপাড়ার মৃত ফরহাদ হোসেনের ছেলে, পলাশ একই থানার খোলাবোনা গ্রামের আব্দুর রশিদের ছেলে ও মিলন হরিপুর কসবার মৃত আবুল কালামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৭ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা ত্রিভুজ মোড় এলাকায় কয়েকজন ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি গতকাল দিবাগত রাত পৌনে ৩ টায় থানার কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা ত্রিভুজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাঁদের কাছ থেকে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।