Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২৪

মোহাম্মদ আবু সুফিয়ান

  ফেনী জেলায় ১২ জানুয়ারি ১৯৭২ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন ডিআইজি মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি ঢাকা কলেজ থেকে এমএ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে এমপিএ ডিগ্রি অর্জন করেন। দেশ সেবার মহান ব্রত নিয়ে তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএস উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি তাঁর বর্নাঢ্য চাকরি জীবনে এএসপি (প্রবেশনার) হিসেবে ঢাকা রেঞ্জ, নারায়নগঞ্জ জেলা এবং এএসপি হিসেবে বরিশাল রেঞ্জ, ঝালকাঠি জেলা, ঢাকা রেঞ্জ গাজীপুর জেলায় পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৭ (চট্টগ্রাম) কর্মরত ছিলেন। তিনি উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি, সিএমপি এবং খুলনা রেঞ্জের সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি এসপি হিসেবে এসবি ঢাকা এবং সিআইডিতে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি চাকরি জীবনে ইতালিসহ দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি তিনবার আন্তজার্তিক শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং দুইপুত্র ও এক কন্যা সন্তানের জনক।

জনাব মোহাম্মদ আবু সুফিয়ান গত ৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ৩২তম পুলিশ কমিশনার হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন।