রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ১৯৯২ সালের ১ জুলাই রাজপাড়া, বোয়ালিয়া, শাহমখদুম ও মতিহার থানা নিয়ে প্রতিষ্ঠিত হয়। তখন এর আয়তন ছিলো ৯২ বর্গ কিলোমিটার। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আরএমপি ৪ থানা হতে আরও ৮ টি থানা যোগ হয়ে হয় ১২টি থানা। বর্তমানে থানা গুলো হলো বোয়ালিয়া, রাজপাড়া, চন্দ্রিমা, মতিহার, কাটাখালী, বেলপুকুর, শাহমখদুম, এয়ারপোর্ট, পবা, কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া। বর্তমান আয়তন ৪৭২ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১০,১০,০২০ জন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এখতিয়ার রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন মোট এলাকা ছাড়াও কাটাখালী ও নওহাটা পৌরসভার একটি অংশ এবং পবা উপজেলার হরিয়ান, পারিলা, হরিপুর, দামকুড়া, বড়গাছি ইউনিয়নের কিছু অংশ। এছাড়াও চারঘাট উপজেলার ইউসুফ ইউনিয়নের আংশিক এলাকা। রাজশাহী মেট্রোপলিটনের পূর্বে পুঠিয়া ও চারঘাট থানা, উত্তর দিকে মোহনপুর, পশ্চিমে গোদাগাড়ী থানা এবং দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত।
১. |
|
২. |
|
৩. |
|
৪. |
|
৫. |
|
৬. |
|
৭. |
|
৮. |
|
৯. |
|
১০. |
|
১১. |