Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাট থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করলো আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ


প্রকাশন তারিখ : 2024-12-11

আরএমপি নিউজঃ জয়পুরহাট জেলার কালাই থানার পার্বতীপুর গ্রাম থেকে ১২ বছর বয়সী এক শিশুকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড় থেকে উদ্ধার করে তার বাবার নিকট পৌঁছে দিয়েছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। শিশুটির বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানার পার্বতীপুর গ্রামে।

 

ঘটনা সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৭ টায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশের এসআই মৌসুমি ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো। এসময় তারা জানতে পারেন কোর্ট স্টেশন মোড়ে ১২ বছর বয়সী একটি শিশু উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছে। এ সংবাদ পেয়ে তারা সেখানে উপস্থিত হয়ে শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

এরপর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারেন যে, শিশুটি বাবার উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে ঢাকা, চট্টোগ্রাম ঘুরে রাজশাহীতে আসে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ তার বাবার সঙ্গে যোগাযোগ করে। গতকাল কাশিয়াডাঙ্গা থানা পুলিশ শিশু মোস্তাকিমকে তার বাবার কাছে হস্তান্তর করে।

 

ছেলেকে ফিরে পেয়ে তার বাবা অত্যন্ত আনন্দিত। আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে তিনি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।