Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মার্চ ২০২৫

রাজশাহীতে আরএমপি পুনাকের উদ্যোগে আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ


প্রকাশন তারিখ : 2025-03-30

আরএমপি নিউজ : রাজশাহীতে আরএমপি পুনাকের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ ৩০ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ (রবিবার) সকাল ১১টায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরএমপির পুনাক সভানেত্রী মাহবুবা আক্তার শিউলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

এসময় তিনি বলেন, ঈদ সবার জন্য আনন্দের। যারা আমাদের পাশে থেকে প্রতিদিন পরিশ্রম করছেন, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের উদ্দেশ্য। পুনাক সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে। তিনি আরও বলেন, পুনাক সবসময় সমাজের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কশিমনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিনসহ  পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপহার হিসেবে আউটসোর্সিং কর্মীদের মাঝে সেমাই, চিনি, তেল, পোলাওয়ের চাল, বাদাম, কিসমিস ও গুঁড়ো দুধ প্রদান করা হয়।

উল্লেখ্য, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বিভিন্ন সময়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই উদ্যোগের মাধ্যমে আরএমপির আউটসোর্সিং সদস্যদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা যায়।