আরএমপি নিউজ : অজ্ঞাত এক মৃত পুরুষের স্বজনদের সন্ধান চায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মৃত ব্যক্তির বয়স অনুমান ২০ বছর । মৃত ব্যক্তির পড়নে কালো রঙের জিন্স ফুলপ্যান্ট, গায়ে কালো ফুলহাতা শার্ট। মৃত লাশটি লম্বা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-লম্বাটে, মাথার চুল কালো।
আরএমপি’র চিন্দ্রমা থানা পুলিশের একটি টিম আজ ১ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল সাড়ে ৬ টায় স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে হাজরা পুকুর ডাবতলা রেল মাঠ সংলগ্ন পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে। পরবর্তীতে তার নাম ঠিকানা পাওয়া যায়নি । বর্তমানে এই মৃতদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে ।
এই সংক্রান্ত নগরীর চন্দ্রিমা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
যদি কেউ এই অজ্ঞাতনামা মৃত পুরুষকে শনাক্ত করতে পারেন তাহলে অফিসার ইনচার্জ চন্দ্রিমা থানার মোবাইল নম্বর-০১৩২০-০৬১৫৫৫ ও আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের মোবাইল নম্বর-০১৩২০-০৬৩৯৯৯ এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।