Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st ডিসেম্বর ২০২৪

আরএমপি'র ডিবি'র অভিযানে ২ বোতল মদ উদ্ধার; গ্রেপ্তার ২


প্রকাশন তারিখ : 2024-12-31

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২ বোতল মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গ্রেপ্তারকৃতরা হলেন মো: রায়হান রাব্বি (২০) ও রাকিবুল ইসলাম রাকিব (২১)। রাব্বি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার হানিফ শেখের ছেলে ও রাকিব একই এলাকার রবিউল ইসলামের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, আজ ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় দুই ব্যক্তি মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে। 

 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি আজ ৮ টায় থানার রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায়  অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২ বোতল মদ উদ্ধার হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।