Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মার্চ ২০২৫

রাজশাহীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2025-03-22

আরএমপি নিউজ: আজ ২২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি সংক্রান্ত  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা: মাহবুবা খাতুন।

সভায় প্রধান অতিথি হিসেবে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য উন্নয়ন ও পেশাগত সুরক্ষা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নারীদের জন্য স্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি করা জরুরি, যাতে তারা তাদের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারেন।

সভায় সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর সম্মানিত কমান্ডান্ট কামরুন নাহার।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) শামিমা নাসরিন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিনসহ রাজশাহী জেলা ও আরএমপির কর্মকর্তা ও নারী পুলিশ সদস্যবৃন্দ।