Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ডিসেম্বর ২০২৪

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪ জন


প্রকাশন তারিখ : 2024-12-14

আরএমপি নিউজ : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। 


রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৪ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্টভূক্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন রাশিকুল আলম প্রমিত(২৩), মো: জাকির হোসেন, মো: আব্দুর রহিম আকিব(২৬) ও গোলাম রাব্বি (২৭) ।

 

রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক রাশিকুল আলম রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানার কদিরগঞ্জ দরিখরবোনা এলাকার তরিকুল ইসলাম পিটারের ছেলে। যুবলীগ কর্মী জাকির একই থানার উপশহর ১ নম্বর সেক্টর এলাকার সৈয়দ আশিফ হোসেনের ছেলে। ছাত্রলীগ কর্মী আব্দুর রিহম হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মো: আব্দুর রউফ ওরফে আদিলের ছেলে। ২৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী রাব্বি চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।